• সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

কিশোরগঞ্জে ডিম বিক্রি অর্ধেকে নেমে এসেছে, আস্ত ডিম ছেড়ে অনেকে খাচ্ছে আধাখানা ডিম

কিশোরগঞ্জে ডিম বিক্রি
অর্ধেকে নেমে এসেছে
আস্ত ডিম ছেড়ে অনেকে
খাচ্ছে আধাখানা ডিম

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নিত্য ব্যবহার্য সামগ্রির অগ্নিমূল্যে মানুষ দিশেহারা। শাকসবজি, মাছ-মাংস আর ডিম থেকে শুরু করে প্রায় প্রতিটি খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী। পাশাপাশি অন্যান্য পণ্যের দামে তো উত্তাপ আছেই। মুরগির ডিমের দাম ৩০ টাকা থেকে এ লাফে উঠে গিয়েছিল ৪০ টাকা হালিতে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর উঠে গেল এক লাফে ৫০ টাকা হালিতে। নি¤œ আয়ের মানুষেরা ডিম খাওয়া ছেড়েছেন ৪০ টাকা হালি হওয়ার পর থেকেই। আর এখন মধ্যম আয়ের মানুষেরা গোটা ডিমের জায়গায় খাচ্ছেন অর্ধেক। ফলে ডিমের বিক্রিও নেমে এসেছে অর্ধেকে। শহরের অন্যতম ডিপার্টমেন্টাল স্টোর নিয়ামত স্টোরের মালিক মো. শাহীন জানালেন, ডিমের দাম ৫০ টাকা হালি হওয়ার পর অনেকেই তাকে বলেছেন যে, তারা এখন আস্ত ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন। একটি ডিম অর্ধেক করে দু’জনে খাচ্ছেন। যার ফলে তার দোকানে ডিম বিক্রি অর্ধেকে নেমে এসেছে। ফলে বুধবার থেকে হালিতে ২ টাকা কমে ৪৮ টাকা হালি হয়েছে। প্রতিটি দোকানের চিত্রই অনুরূপ।
কাঁচা বাজারে গিয়েও দেখা গেছে প্রতিটি শাকসবজির দামই অন্তত ৫০ ভাগ বেড়েছে। কিছুদিন আগেও বেগুন বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। ঢেঁড়সও ৪০ টাকা থেকে ৬০ টাকায় উঠেছে। করলা ৭০ টাকা কেজি থেকে ১০০ টাকায় উঠেছে। ভোক্তারা প্রশ্ন করছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে প্রতি হালি ডিমে পরিবহন খরচ কি ১০ টাকা বেড়ে গেল! এক কেজি সবজির পরিবহন খরচ কি ২০ টাকা ৩০ টাকা বেড়ে গেল! এখন কিছু সরকারি চাকুরিজীবীও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে লিখছেন, এভাবে চলতে থাকলে তারাও বা কি করে চলবেন! দ্রব্যমূল্য এভাবে নাগালের বাইরে চলে গেলে একটি বিশাল জনগোষ্ঠী পুষ্টিহীনতার শিকার হবে বলে অভিজ্ঞ মহলের আশঙ্কা। ভোক্তারা বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *